Sunlight School and College

Ranirbandar, Chirirbandar, Dinajpur

Established: 1993 | School Code(Board): 1250 | EIIN: 134338

President's Message

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা। শিক্ষা একটি জাতির আত্মার প্রতিফলন। এটি শুধু জ্ঞান অর্জনের পথ নয় বরং একটি জাতির মানসিক, নৈতিক ও সাংস্কৃতিক উৎকর্ষতার ভিত্তি। সানলাইট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে আধুনিক জ্ঞানের সাথে মানবিক মূল্যবোধের সুষম বিকাশ ঘটবে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মধ্যে অগাধ সম্ভাবনা লুকিয়ে আছে। সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার দায়িত্ব আমাদের-শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলের। সানলাইট স্কুল এন্ড কলেজ সেই বিশ্বাসকে লালন করে শিক্ষা, শৃঙ্খলা, সততা ও মানবিকতার মেলবন্ধনে শিক্ষার্থীদের প্রস্তুত করছে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। আজকের এই পরিবর্তনশীল বিশ্বে আমাদের শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, বরং সৃজনশীল চিন্তা, নেতৃত্বের গুণাবলি ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। সেই লক্ষ্যেই আমাদের প্রতিষ্ঠান প্রতিনিয়ত নিজেকে হালনাগাদ করছে, যাতে মানসম্মত শিক্ষা ও মূল্যবোধ একসাথে বিকশিত হয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের শিক্ষকবৃন্দ, কর্মচারী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি-যাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও সহযোগিতায় সানলাইট স্কুল এন্ড কলেজ আজ একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমার প্রত্যাশা, এই প্রতিষ্ঠান থেকে গড়ে উঠবে এমন এক প্রজন্ম যারা আলোর পথ অনুসরণ করে নিজের জীবন, সমাজ ও দেশকে করবে আরও সমৃদ্ধ ও আলোকিত। শুভেচ্ছান্তে, সভাপতি সানলাইট স্কুল এন্ড কলেজ